আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): আজ রবিবার, ২২ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরীর আলো সিঁড়ি ক্লাবের উদ্যোগে ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্ট ২০২৪ উদ্বোধনী অনুষ্ঠান একতা সংঘ ও ইয়ুথ ফোর্সের মধ্যেকার খেলার মাধ্যমে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী সালাউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর বায়তুল জান্নাত মহল্লা কমিটি সভাপতি জানে আলম খান ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান। আলো সিঁড়ি ক্লাবের সভাপতি নাহিদ মুরাদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহল্লা সর্দার সাইফ ইকবালুর রহমান, সেলিম আহমেদ,আজিজুর রহমান,সালাউদ্দিন জাহেদ, সাহেদ মুরাদ,মন্জু হোসেন,মোহাম্মদ রফিক, আব্বাস রাশেদ,সালাউদ্দিন মারুফ,আরজু,অভি,হিমু রিয়াজ,রিপন,রাজিবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।