1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নেত্রকোনায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

নেত্রকোনায় জেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার দুর্গাপুরে শফিকুল ইসলাম নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআইকে) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

গত বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে পৌর শহরের উকিলপাড়া পানমহল এলাকায় তাকে এলোপাতাড়ি কোপানো হয়।

নিহত শফিকুল উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুর পুলিশ লাইনসে কর্মরত ছিলেন। ছুটিতে গ্রামের বাড়ি দুর্গাপুরে এসেছেন তিনি।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর বাজার করার জন্য বাড়ি থেকে বের হন শফিকুল। উকিলপাড়া এলাকায় আসার পর বেশ কয়েকজন তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা বলেন, অস্ত্রের আঘাতে তার ডান পায়ের কব্জির নিচ বিচ্ছিন্ন হয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।

দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। জড়িতদের ধরতে চারদিকে পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট