মনির হোসেন(নেত্রকোনা জেলা প্রতিনিধি)
নেত্রকোনার মদন উপজেলায় বিভিন্ন গ্রামগঞ্জে ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অহনা জিন্নাত
তিনি নিজ হাতে ছিন্নমূল দরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়ে মানুষের মুখে মুখে প্রশংসা ভাসছেন তিনি।
গত ৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার উপজেলা মাঘান ইউনিয়নের ঘাটুয়া গুচ্ছ গ্রামে ও অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র (কম্বল) নিজ হাতে বিতরণ করেন তিনি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীরকে সাথে নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে ছিন্নমূল মানুষের পাশে এই কনকনে শীতে শীত বস্ত্র বিতরণ করছেন তিনি।
কনকনে শীতের মধ্যে হঠাৎ যখন গায়ে শীতবস্ত্র (কম্বল) দেখে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যাচ্ছে।
অনেক অসহায় হতদরিদ্র মানুষ জানায়, ইউএনও স্যার এসে নিজে হাত দিয়ে কম্বলটা দিয়ে গেছে এর আগে অনেক নেতাকর্মীরা দেখে দেখে কম্বল দিয়ে গেছে আমরা অনেকেই পাইছি আবার অনেকে পাইছি না।
মদন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত বলেন, গত কয়েক দিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই।
প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে রিকশাচালক অটো ড্রাইভার গুচ্ছ গ্রামে হতদরিদ্র মানুষজনের মাঝে
শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।