আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি) আজ মঙ্গলবার, ২০ জানুয়ারি চট্টগ্রাম মহানগরীতে বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে ২০ জানুয়ারি থেকে ফেব্রুয়ারী ২ তারিখ পর্ষন্ত নতুন ভোটার হালনাগাদ শুরু হয়েছে। নগরীর প্রতিটি এলাকায় নির্বাচন কমিশনের নিযুক্ত প্রতিনিধিরা ভোটারদের প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করে ভোটার নিবন্ধন কার্ষক্রম শুরু করে। এরই অংশ হিসেবে আজ চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ২৮ নং দক্ষিণ পাঠানটুলী ওয়ার্ডে ভোটার হালনাগাদ কর্মসূচী উদ্বোধন করেন ২৮ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মতিয়ারপোল মহল্লা কমিটি যুগ্ম সম্পাদক হাজী আবদুর রহিম। হাজী রহিম নতুন প্রজন্মের উদ্যেশে বলেন, আপনারা আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং আগামীতে সৎ, দেশপ্রেমিক ও দুর্নীতিবাজমুক্তদের নির্বাচিত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য সকলকে ভোটার হওয়ার আহবান জানান। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা সেলিম খান, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সভাপতি শেখ ইয়াছিন নওশেদ, বিএনপি নেতা আলহাজ্ব আবছার আহমদ শিবলু, রহিম উল্লাহসহ স্থানীয় সামাজিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।