1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

নতুন ২০ টাকার নোট নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে হেফাজতে ইসলাম।

প্রতিবেদকের নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, প্রবাসী মুসলমান ও বিশ্ব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় মূল্যবোধ রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

বুধবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান আহ্বান জানান।

তারা বলেন, ঈদুল আজহা ত্যাগ, ইখলাস ও আল্লাহর আনুগত্যের অনন্য শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসবের মূল বার্তা হলো পার্থিব মোহ ও অহংকার পরিহার করে আল্লাহর সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।

তারা আরও বলেন, জাতি হিসেবে টিকে থাকতে হলে ন্যায়পরায়ণতা, ধর্মীয় মূল্যবোধ ও জাতীয় ঐক্যের চর্চা অপরিহার্য।

বিবৃতিতে হেফাজত নেতারা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নতুন ২০ টাকার নোট নিয়ে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিক্রিয়া জানান।

তারা অভিযোগ করেন, নতুন মুদ্রিত নোটে মসজিদের ছবি বাদ দিয়ে মন্দির ও বৌদ্ধবিহার সংযোজন করা হয়েছে—যা দেশের ৯২ শতাংশ মুসলমানের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং ইসলামী চেতনার অবমাননার সামিল।

হেফাজত নেতারা বলেন, একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে রাষ্ট্রীয় স্বীকৃতি ও প্রতীকসমূহে ইসলামী সংস্কৃতি ও ধর্মীয় চেতনার প্রতিফলন থাকা অপরিহার্য। এ ধরনের সিদ্ধান্ত দেশবাসীর বিশ্বাসে আঘাত হানে এবং জাতীয় ঐক্য বিনষ্টের পথ সুগম করে।

তারা বলেন, ঈদের মতো পবিত্র সময়ে বিতর্কিত এই নোট প্রকাশ করে সরকার জনগণের ধর্মীয় আবেগের প্রতি চরম অবজ্ঞা দেখিয়েছে। এতে আমরা ব্যথিত ও হতাশ।

হেফাজত নেতারা প্রশ্ন তোলেন— এই সিদ্ধান্তের পেছনে কারা জড়িত, এবং এর মাধ্যমে কী উদ্দেশ্য সাধন করতে চাওয়া হচ্ছে?

তারা সরকারের প্রতি আহ্বান জানান—অন্তর্বর্তীকালীন সরকার যেন অবিলম্বে বিতর্কিত নকশা বাতিল করে এবং সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় পরিচয় ও মূল্যবোধের প্রতি শ্রদ্ধা রেখে নতুন নকশা প্রকাশ করে। পাশাপাশি এই ইস্যুতে দেশের ধর্মপ্রাণ জনগণ ও ইসলামপন্থী সংগঠনসমূহকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতিতে আমীর ও মহাসচিব বলেন, ইসলাম ও দেশ রক্ষায় আমাদের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

[bangla_date]

© ২০২৪-২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট