
আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি)
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ইতিমধ্যে ১৪টি আসনে বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করলেও বাকি ২টি আসনে এখনও প্রার্থী ঘোষণা করেনি। তার মধ্যে রয়েছে চট্টগ্রাম ১১ আসনটি। বন্দর – ইপিজেড – সদরঘাট – ডবলমুরিং নিয়ে গঠিত আসনটি মহানগরীর অতিগুরুত্বপূর্ন সংসদীয় এলাকা। এখানে রয়েছে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমান বন্দর, চট্টগ্রাম নৌ বন্দর, বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি, নৌবাহিনীর ঘাঁটি, তৈল শোধনাগার, বিশ্ববাণিজ্য কেন্দ্র এবং বেশ কয়েকটি রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল। চট্টগ্রাম ১১ আসনটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর সন্তান ইস্রাফিল খসরু মাহমুদ চৌধুরী ও ৯০ দশকের স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অগ্রসেনানী বর্তমান চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান মনোনয়ন দৌঁড়ে এগিয়ে রয়েছেন। আজ বুধবার, ১০ ডিসেম্বর বিকেলে ১১ আসনের মনোনয়ন প্রত্যাশী নগর বিএনপির সদস্য সচিব জননেতা নাজিমুর রহমানের সমর্থনে নগরীতে নির্বাচনী এলাকার জনগণ এক বিশাল গণমিছিল বের করেন। ধানের শীষের সমর্থনে নাজিমুর রহমানের মনোনয়ন চেয়ে বিশাল এই গণমিছিলে ওয়ার্ড, থানা ও মহানগরীর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।