আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): আজ বুধবার, ২০ নভেম্বর ভোর ৬ টায় চট্টগ্রাম নগরীর সিআরবি ও ফলমন্ডি বস্তি থেকে ৫ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর চট্টগ্রাম এরিয়া জোনের ৩৪ ইন্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড়ের সেনা সদস্যরা। বাংলাদেশ সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদমাধ্যমকে জানানো হয় যে, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক, অস্ত্র ও নগদ ১৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক ও ছিনতাইকারী। বাংলাদেশ সেনাবাহিনী গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের কাছে হস্তান্তর করেছে। দেশে মাদক, সন্ত্রাস ও ছিনতাইকারীদের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সেনা কর্মকর্তরা জানান।