আবদুর রহিম ( চট্টগ্রাম মহানগর প্রতিনিধি): গতকাল বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর চট্টগ্রাম মহানগরী ২৩ নং ওয়ার্ডে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ এ মশার ঔষুধ ও ফগার মেশিনের উদ্বোধন করা হয়। ডেঙ্গু প্রতিরোধে ব্যতিক্রমধর্মী জনসেবামূলক এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি ডেঙ্গু মশার উপদ্রপ থেকে জনগণকে রক্ষার এই কর্মসূচীর জন্য নিয়াজ মোহাম্মদ খানকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম সাইফুল আলম। বিএনপি নেতা রফিকুল আলমের সভাপতিত্বে ও মনির উদ্দিন বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, মোহাম্মদ ইলিয়াস, আবদুল হালিম, মোহাম্মদ তাহের, মোহাম্মদ ইসমাইল, মোঃ জনি, রফিক মেম্বার, আবদুর নুর, এস এম নাসির, আবদুল মান্নান, আনু মিয়া, আবদুল আজিম, সেলিম পারভেজসহ এলাকার গণ্যমান্য রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।