মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি): নতুন বছরের প্রথম দিনেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন তথ্য নির্দেশিকা ২০২৫ প্রকাশ করেছে।
বুধবার (০১ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের কাছে তার অফিস কক্ষে তথ্য নির্দেশিকা ২০২৫ হস্তান্তর করা হয়। এ সময় চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, চবি উপ-উপাচার্য (প্রশাসন) ও চবি ২০২৫ সনের তথ্য নির্দেশিকা মুদ্রণ কমিটির আহবায়ক প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, কমিটির সদস্য চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, কমিটির সদস্য প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিন, কমিটির সদস্য ও চবি প্রেসের প্রশাসক ড. মুহাম্মদ এনামুল হক মুজাদ্দেদী, কমিটির সদস্য জনাব মোঃ রমিজ উদ্দিন ও সদস্য-সচিব জনাব দেলোয়ার হোছাইন উপস্থিত ছিলেন। এছাড়াও এসময় ডেপুটি রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, ডেপুটি রেজিস্ট্রার জনাব মোঃ হাছান মিয়া ও সহকারী রেজিস্ট্রার জনাব মুহাম্মদ রিয়াজুল হারুন উপস্থিত ছিলেন।
চবি উপাচার্য নতুন বছরের প্রথম দিনে একটি চমৎকার তথ্য নির্দেশিকা প্রকাশ করায় এর মুদ্রণ কমিটির আহবায়কসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।