1. lukmanmiah2619@gmail.com : news_shadhin :
  2. shadhinsurjodoy@gmail.com : স্বাধীন সূর্যোদয় : স্বাধীন সূর্যোদয়
  3. info@www.shadhinsurjodoy.com : স্বাধীন সূর্যোদয় :
বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি:
স্বাধীন সূর্যোদয় অনলাইন পত্রিকায় আপনাকে স্বাগতম। সারাদেশে জেলা ও  উপজেলা প্রতিনিধি নিয়োগ চলছে। আগ্রহী হলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। হোয়াটসঅ্যাপ: ০১৮৮৩-৩০৬০৪৮

চবি শামসুন নাহান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি)
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫

মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহান হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেছেন উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ ক্রীড়া উৎসব উদ্বোধন করেন। তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্রে বাংলাদেশ অনেক অগ্রগামী। ক্রীড়াবিদরা বাংলাদেশের এম্বেসেডর। ক্রিকেট খেলায় আন্তর্জাতিক পরিমন্ডলে বাংলাদেশ অনন্য ভূমিকা রাখছে। অন্যান্য খেলায়ও বাংলাদেশ অনেক উন্নতি করছে। খেলাধূলায় নারীরাও অনেকে এগিয়ে যাচ্ছে। তিনি খেলোয়াড়দেরকে নিয়মিত খেলাধুলা চর্চা অব্যহত রাখার পরামশ দেন। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চমৎকার উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ পরিবেশ একাডেমিক ও খেলাধুলার জন্য অত্যন্ত সহায়ক। পরে চবি উপাচার্য ১০০ মিটার স্প্রিন্ট প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ ও চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মোঃ আনোয়ার হোসেন ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং বক্তব্য রাখেন চবি শামসুন নাহার হলের প্রভোস্ট প্রফেসর ড. বেগম ইসমত আরা হক । অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আনিসুল আলমও বক্তব্য রাখেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুরের মূর্ছনায় উপাচার্য জাতীয় পতাকা, সম্মানিত অতিথিদ্বয় বিশ্ববিদ্যালয়ের পতাকা, শামসুন নাহার হলের প্রভোস্ট হল পতাকা ও শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ তাহমিদা আক্তার সেজু। বিচারকদের পক্ষে প্রধান বিচারক চবি ফাইন্যান্স বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নেছারুল করিমকে এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তানিয়া আক্তার মাহিকে উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শামসুন নাহার হলের আবাসিক শিক্ষক মুহাম্মদ তারেক চৌধুরীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ পিংকি সরকার। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

[bangla_date]

© ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | স্বাধীন সূর্যোদয় | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট