মোঃ আবু তৈয়ব, হাটহাজারী, চট্টগ্রাম, ( প্রতিনিধি) :
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের ২০১৭ ব্যাচের শিক্ষার্থী তানজিয়া আক্তার গ্রাম থেকে ওঠে আসা উচ্চ শিক্ষা জয়ের এক দ্যাদীপ্যমান নক্ষত্রের মতো ছুটে চলছে তার অভীষ্ট লক্ষ্য পানে। সে ২০১৭ সালে মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাইস্কুল হতে কৃতিত্বের সাথে বিজ্ঞান বিভাগ থেকে এস এস সি পাশ করে এবং চট্টগ্রাম কূলগাঁও সিটি করপোরেশন কলেজ হতে এইচ এস সি পাশ করে।এরপর কৃতিত্বের সাথে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে চীনের ন্যান্ট ইউনিভার্সিটি থেকে।এবার আরো উচ্চ শিক্ষার্থে AI বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ লাভ করেছে ইউরোপের দেশ ফিনল্যান্ডের লোড ইউনিভার্সিটিতে।
উচ্চ শিক্ষার্থে ফিনল্যান্ড যাত্রার প্রাক্কালে শিক্ষকদের দোয়া নিতে বুধবার (১২ ফেব্রুয়ারী) বিদ্যালয়ে আসে। মোঃ রফিকুল ইসলাম ও সেলিনা আকতার দম্পতির তিন সন্তান সন্ততির মধ্যে সে বড়।তানজিয়া চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার চন্দ্রপুর গ্রামের কৃতি সন্তান।